kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় দেলদুয়ারে মানববন্ধন


কালচিত্র | দেলদুয়ার সংবাদদাতা -মাহবুবুর রহমান বাদল প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৪:২১ পিএম স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় দেলদুয়ারে মানববন্ধন

আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের দেলদুয়ারে স্কুল ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ভবন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায় জাঙ্গালিয়া ডাঃ এফ. আর. খান পাইলট ইন্সটিটিউটে অধ্যয়নরত ছাত্রীদের স্থানীয় বখাটেরা দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো। গত বুধবারও নলুয়া গ্রামের এক ছাত্রীকে বখাটে তানজিন তার সহযোগীদের নিয়ে উত্যক্ত করে। এর প্রতিবাদে রুপসী, নলুয়া, বোয়ালজান, সেহড়াতৈল গ্রামের ছাত্র/ছাত্রীরা তাদপর অভিভাবকদের সাথে নিয়ে বখাটেদের শাস্তির দাবীতে এক মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। পরে উপজপলা নির্বাহী অফিসার মাহমুদা অাক্তার বখাটেদের গ্রেপতার করে শাস্তির আশ্বাস দিলে ছাত্র/ছাত্রীরা স্কুলে ফিরে যায়। এ ব্যাপারে বিদ্ালয়পর প্রধান শিক্ষিকা নিলুফার ইয়াসমিন বলেন, আমি প্রশিক্ষণে থাকায় প্রশাসন এবং এলাকাবাসীর সাথে মোবাইলে যোগাগাযেগ করেছি। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার আমাকে আশ্বাস দিয়ে বলেছেন 'ওসি সাহেবকে বলা হয়েছে। তিনি দ্রুত বখাটেদের গ্রেপতার করে আইনের আওতায় আনবেন।

Side banner