kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একটি চিহ্নের নায়িকা


কালচিত্র | -রফিকুল ইসলাম খান বাদল প্রকাশিত: মার্চ ২, ২০২০, ১১:৩৯ এএম একটি চিহ্নের নায়িকা

অনেক ভেবেছি অামি,

তোমার মৃদু কম্পমান অস্তিত্বে

নিখাদ ষড়যন্ত্রের দুর্দ্দম অাবির্ভাব

কিংবা, অসংখ্য যন্ত্রনার

স্বাভাবিক অার্তি : বিস্মিত শৈশবের

অস্থির কাঁন্নাভরা সন্ধা, এবং

সাদাকালো ছায়া পড়া পর্দার

নিবিড় সান্নিধ্যময় দৃশ্যাবলী;

সবই অামার নির্ভেজাল

সত্তায় প্রত্যাশিত কল্পনার নিগড় ! !

বস্তুত : এইমাত্র অামি

তোমাকে নিয়ে ভেবেছি-

এবং ভেবে দেখেছি ,

সভ্যতার সিঁড়ি পেরিয়ে

যত দুরই অগ্রসর হলাম,

তুমি যেন অামার ভাবনার

বেড়াজালে এক প্রশ্নবোধক

চিহ্নের ব্যাপক অর্থের নায়িকা

হিসেবেই- বেঁচে রইলে......!

Side banner