kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
লেখা ও ছবি

জমজমাট ঢাকা আর্ট সামিট ২০২০


কালচিত্র প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০২:৫২ পিএম জমজমাট ঢাকা আর্ট সামিট ২০২০

ঢাকা আর্ট সামিট (ডাস) এর ৫ম সংস্করণ চলছে এক লাখ ২০ হাজার বর্গফুট আয়তনের শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনজুড়ে। সেই এক এলাহী কারবার। যেখানে অংশ নিচ্ছেন ৪৪ দেশের ৫ শতাধিক শিল্পী। দেশ-বিদেশের শিল্পীদের এক মহামিলনমেলায় পরিণত হয়েছে ঢাকা আর্ট সামিট। সকাল থেকে রাত অবধি হাজার হাজার শিল্পপ্রেমিদের পদচারণায় মুখর থাকছে সামিটস্থল। ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। এখন পর্যন্ত সামিট ঘুরে ফিরে দেখেছেন প্রায় লক্ষাধিক বিভিন্ন বয়সী শিল্পরসিক মানুষ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সামিট ঘুরে দেখে গেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি ঘুরে ঘুরে দেখছিলেন সামিটের অংশ হিসেবে ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত দুর্লভ আলোকচিত্রের বিশেষ প্রদর্শনী ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। এ সময় সামদানী আর্ট ফাউন্ডেশনের কো- ফাউন্ডার ও পরিচালক নাদিয়া সামদানী এবং কো-ফাউন্ডার রাজীব সামদানী উপস্থিত ছিলেন। দৈনিক জাগরণকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জাতির পিতাকে নিয়ে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। দেশের মানুষ তো বটেই বিদেশিরাও এই প্রদর্শনী দেখতে এসে বঙ্গবন্ধুকে আরও একবার ভালোভাব জানতে পারছেন। দেখতে পারছেন তার রাজনৈতিক কর্মচিত্র । ১৫ ফেব্রুয়ারি (শনিবার) রাত ৮ টার পর যবনিকা পতন ঘটবে এবারকার আসরের। তার আগে আলোকচিত্রে দেখে নিতে পারেন সামিটের চুম্বকীয় অংশ।
.............
লেখা এসএম মুন্না ● ছবি কাশেম হারুন

Side banner