kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোদ রফির প্রয়ান দিবস


কালচিত্র | রফিকুল ইসলাম বাদল প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০১:১৯ এএম মোদ রফির প্রয়ান দিবস আজ কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফির প্রনয়ণ দিবস রফিকুল ইসলাম বাদল উপমহাদেশের অমর সংগীত শিল্পী মোহাম্মদ রফির ৪২তম প্রয়াণ দিবস আজ। তিনি ১৯৮০ সালের ৩১ জুলাই আজকের দিনে প্রয়াত হন। হিন্দি সিনেমার একটা সময় গান মানেই ছিল মোহাম্মদ রফি’র গান। কোনো একটা গান নয়, তার সব গানই শ্রেষ্ঠ। ৩৫ বছরের সংগীত জীবনে ২৬ হাজারের মতো গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েগেছেন। উপমহাদেশ সেরা এই কিংবদন্তী প্লে-ব্যাক গায়ক ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেন । নিজের সঙ্গীত জীবনে ক্লাসিকাল সঙ্গীত, বলিউডের সিনেমার গান, পপ, গজল, কাওয়ালি, ডিস্কো কোন ধরনের গান তিনি গাননি? শুধু তো গানের ভাগ নয়, কোন ভাষায় গান গাননি মহম্মদ রফি? হিন্দি, উর্দু, অসমিয়া, ভোজপুরি, কোঙ্কনি, ওড়িয়া, বাংলা, মারাঠি, সিন্ধি, গুজরাটি, কন্নড়, তেলেগু,ইংরেজি, ডাচ, ফার্সি, এই সব ভাষাতেই গান গেয়েছেন মহম্মদ রফি। তিনি সংগীত ভুবনে সুদীর্ঘ চার দশক সময়কাল অতিবাহিত করেন এবং সংগীতে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন। ১৯৬৭ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে অভিষিক্ত করে। ছাপ্পান্ন বছরের জীবনে হিন্দি ছবির প্লেব্যাক গায়ক হিসেবে আজও সেরার শিরোপাটি তারই। কিংবদন্তি সঙ্গীশিল্পী মোহাম্মদ রফির মৃত্যুদিনে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। নিবেদন করছি তার কন্ঠে কালজয়ী একটি বাংলা গান "না না পাখিটার বুকে যেন তির মেরনা" গানটির গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার আর সুরকার সতিনাথ মুখোপাধ্যায়। লেখক কৃতজ্ঞতা : বিশিষ্টজনদের লেখা হতে সংকলিত।
Side banner