kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তারপর


কালচিত্র | কামরুজ্জামান কবির প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০২:১৩ এএম তারপর

কামরুজ্জামান কবির

 

তারপর আমি চেয়ে দেখিনি কোনো মাটির ফুল

অনাবৃত কুড়ি খুলে খুলে নিতে চাইনি তার সুবাস

হেঁটে যেতে চাইনি তার পাশ দিয়ে

সরে গিয়েছি দূরে, কতো দূরে-

যতদূর সে মিশে থাকে হাওযায় হাওয়ায়!

তারপর আমি ছুঁয়ে দেখিনি কোনো মাটির প্রজাপতি

ডানার আড়ালে লুকিয়ে দেখতে চাইনি ‍বৃষ্টিমুখর জ্যোছনা

কেবল দূরে দাঁড়িয়ে আটকে রেখেছি দুচোখ তার উড়ে যাওয়ায়

চেয়ে দেখেছি কেবল

কতোদূর চলে যায় সে কোন নীলিমায়-

ভর করে সুখের হাওযায়!

 

----

৭ সেপ্টেম্বর, ২০২২, মতিঝিল, ঢাকা।

 

 

 

Side banner