kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একদিন ধূলো হবো


কালচিত্র | মোস্তাফিজ জুয়েল প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ১২:৩০ এএম একদিন ধূলো হবো

মোস্তাফিজ জুয়েল

 

একদিন ধূলো হবো

 

একদিন ধূলো হবো

ছুয়ে দেবো সকলকে

যারা আজ আমাকে দেখলেই ছিঃ ছিঃ করে

কাছে বসতে দেয়না

একদিন বসবো গিয়ে তাদের গায়ে।

একদিন ধূলো হবো

ঢুকে যাবো প্রতিটি ঘরে

যেসব বাড়ির দরজায় দাঁড়ালে-

আমাকে আজ কুকুরের মতো তাড়িয়ে দেয়,

উঠোনে গেলে পানি ছিটায় অমঙ্গল দূর করার নামে

একদিন জায়গা করে নিবো তাদের অন্দর মহলে।

একদিন ধূলো হবো

ওদের খাবারে কাদা হয়ে এটে যাবো

আজ যারা এই ক্ষুধার্ত আমাকে একমুঠো খাবার দেয়না

যারা আমাকে অভুক্ত রেখে রাশিরাশি খাবার ঢেলে দেয় ডাস্টবিনে

একদিন ওদের খাবারঘরগুলোকে ভাগাড় বানাবো।

একদিন ধূলো হবো

এই শহরটাকে অন্ধকার করবো ধূলো-ঝড়ে

যে শহরে আমাকে অবাঞ্ছিত করা হয়েছে

সুরম্য অট্টালিকা গড়ে এই শহরে আমাকে বানিয়েছে ছিন্নমূল

তাদের এই শহরটাকে ধূলা-বালিতে ঢেকে নিশ্চিহ্ন করবো মানচিত্র হতে

 

১০-০৯-২০২২, কোলকাতা।

 

 

Side banner