kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০১:২০ এএম ৫০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

চলতি বছরে বাজেট সহায়তা হিসাবে ৫ হাজার ৩০০ কোটি বা ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। 

তিন বছর গ্রেস পিরিয়ড ধরে এ ঋণ মিলবে ১৫ বছরের জন্য। 

তবে পরিশোধের সময় বাড়ানো কমানো যাবে দেনদরবার করে। সবমিলিয়ে সুদ গুনতে হবে বাংলাদেশকে মাত্র আধা শতাংশ। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রীর সাথে বৈঠক করে এমনটা জানালেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। 

উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রকল্প সহায়তার পাশাপাশি এখন বাজেট সহায়তা পেতেই বেশি আগ্রহী সরকার। এর সুবিধা হলো, যেকোন খাতে অর্থ খরচ করা যায়, সরকারী হিসাবে ঢোকে নগদ ডলার। 

এজন্যই গেল কয়েক মাস ধরে সস্তায় ডলারের খোজেঁ সরকার, এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাপান এই চারটি সংস্থার কাছে চাওয়া হয়েছে অন্তত ৭০০ কোটি ডলার। 

পরিকল্পনা মন্ত্রীর সাথে এক বৈঠক শেষে এডিবি কান্ট্রি ডিরেক্টর জানালেন, দুই শর্তে ৫শ মিলিয়ন অর্থ ঋণ সহায়তা দেয়া হচ্ছে বাংলাদেশকে। 

গেল দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় একশ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে এডিবি। পরিকল্পনা মন্ত্রী জানালেন,  আসছে এ ঋণ প্রতিশ্রুতি তা চাওয়া মাত্র মিলবে কিন্তু শর্ত কি হবে বা বাংলাদেশের পক্ষে কতোটুকু ইতিবাচক হবে সেটা নিয়ে যাচাই-বাছাই করা হবে। উল্লেখ্য, কেবল বাজেট সহায়তা নয়, বৈঠকে হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অবকাঠামো উন্নয়নে জরুরী একটি প্রকল্প নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। 
 

Side banner