kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নির্ধারিত দামে মিলছে না বেশিরভাগ নিত্যপণ্য


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ১২:১৮ এএম সরকার নির্ধারিত দামে মিলছে না বেশিরভাগ নিত্যপণ্য
প্রতীকী ছবি

প্যাকেটের চিনির দাম সর্বোচ্চ কেজি প্রতি ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারণ করে দেয়া হলেও শুক্রবার (২৩ে সেপ্টেম্বর) বাজারে দেখা গেছে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা।

শুধু চিনি নয় বরং চাল, ডিম, মুরগির মাংস সহ আরো অন্যান্য ‌খাদ্যদ্রব্যাদি নির্ধারিত দামের চেযে বেশি দামে বিক্রি হচ্ছে।

চাল, ডিম, পেঁয়াজ মুরগির মাংসের দামও চড়া। গত সপ্তাহে যে ডিমের ডজন ছিল ১৪০, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) তা বিক্রি হয়েছে ১৪৫ টাকা ডজনে। ব্রয়লার মুরগির কেজি এখন ১৭০ থেকে ১৭৫ টাকা।

টিসিবির হিসাবেই সরু চালের দাম ৭ দিনের ব্যবধানে বেড়েছে সাড়ে ৩ শতাংশের বেশি। ৫২ টাকার নিচে মিলছে না মোটা চাল। আর অন্যান্য চালের দাম আরও চড়া।

গরমের সবজির পাশাপাশি শীতের সবজি বাজারে আসায় সবজির দাম রয়েছে স্থিতিশীল। কেনা যাচ্ছে গড়ে ৬০ টাকা কেজিতে।

Side banner