kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাটেনি বাড়তি ভাড়ার জিম্মিদশা


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ১২:৩৯ এএম কাটেনি বাড়তি ভাড়ার জিম্মিদশা
ফাইল ফটো

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে ভাড়া নির্ধারণের পর থেকে শুরু করে এখন পর্যন্ত গণপরিবহনে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। অনেকটা জিম্মি করেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছে তারা। এ নিয়ে নানা বাগবিতণ্ডায় জড়াচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

মালিকপক্ষ বলছে, দুই-একদিনের মধ্যেই ভাড়ার তালিকা পৌঁছে যাবে সব গণপরিবহনে। তবে দিনভর রাজধানীর অনেক সড়কেই দেখা গেছে গণপরিবহনের সংকট।

প্রতিদিনই রাজধানীর সড়কগুলোতে অফিস শেষে বাড়ি ফেরা মানুষের ব্যস্ততা থাকে লক্ষ করার মত। তবে ব্যস্ত সড়কে অফিস ফেরত মানুষ দেখা গেলেও দেখা যায়নি পর্যাপ্ত বাস। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বাস পেলেও তাতে ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে যাত্রীদের।

গত রোববারের মতো সোমবারেও সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালায় বিআরটিএ। যদিও যাত্রীদের অভিযোগ, রাজধানীতে সকালে অভিযান চালানো হয় না বলে অফিসগামীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করে বাসগুলো।

যাত্রীরা বলছে, বাস ভাড়ার নতুন তালিকা দেয়া হয়নি বলে নিজেদের ইচ্ছা মতোই ভাড়া নিচ্ছে বাসের চালক-হেলপাররা। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করছেন পরিবহন শ্রমিকরা।

গত শনিবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাড়ানো হয় গণপরিবহনের ভাড়া। আর তা কার্যকর হয় রোববার থেকে।

Side banner