kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক সংঘাত : দায়িদের বিচার


কালচিত্র | মাসুম খান প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ১১:০৭ এএম সাম্প্রদায়িক সংঘাত : দায়িদের বিচার

ইসলামি, খ্রিষ্টিয়, বুদ্ধ বা সনাতনী এগুলো মানুষের সামাজিক পরিচয়ের একটি মাত্র দিক। আদতে, সকলে মানুষ এবং পৃথিবীর সকল মানুষই সনাতন ধারাকে বিনির্মাণ করে এসেছে মহৎ আর মহান কর্ম আর দর্শন দ্বারা।

সামাজিক দর্শনে যুগে যুগে যুক্ত হয়েছেন মহান স্রষ্টা কতৃক প্রেরিত মহান পুরুষ এবং তাঁদের জীবনাচরণ; সকল কিছুই হয়েছে মানুষের কল্যাণের জন্য, সুন্দরের জন্য। সেই সুন্দর আর কল্যাণের পথে ইসলাম এগিয়ে বলেই, ইসলামের পতাকাতলে যুগে যুগে সুন্দর আর কল্যাণকামী মানুষ ভিড় বেড়েছে। শান্তিময়ী ইসলাম ফ্যাসাদ (বিশৃঙ্খলা) সৃষ্টি করে না, বরং শৃঙ্খলা ফিরিয়ে শান্তি প্রতিষ্ঠা করে।

ফ্যাসাদ সৃষ্টিকারী ইসলাম আর মানুষের শত্রু। তাদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং নাগরিকের সামাজিক-ধর্মীয় আচার-বিধি পালনের দায়িত্ব সরকারের।

Side banner