kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা সংক্রান্ত স্বাস্থ্য সেবায় বাংলালিংকের ফ্রি হটলাইন


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ০৪:৪২ পিএম করোনা সংক্রান্ত স্বাস্থ্য সেবায় বাংলালিংকের ফ্রি হটলাইন

করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য আদান-প্রদানের জন্য ১২টি হটলাইন নম্বর ঘোষণা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। অন্যদিকে এই নম্বরগুলোকে টোল ফ্রি ঘোষণা করেছে বাংলালিংক। 

অর্থাৎ বাংলালিংক গ্রাহকদের নম্বরগুলোতে কল করলে কোনো চার্জ গুণতে হবে না।

নম্বরগুলো হচ্ছে- ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯২৭৭১১৭৮৫।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা সম্পর্কিত যে কোনো তথ্য জানানোর জন্যে এই ১২টি নম্বর ঘোষণা করে আইইডিসিআর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি করও জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে আইইডিসিআরের এই হটলাইন নম্বরগুলোতে খুব সহজে কল করে জানাতে পারবেন। 

দেশের তৃতীয় গ্রাহক সেরা অপারেটর বাংলালিংক বলছে, সামাজিক দায়বদ্ধতা থেকে জনস্বার্থে বাংলালিংক এই ১২টি নম্বরে টোল ফ্রি সুবিধা প্রদান করছে। 

করোনা ভাইরাস খুব দ্রুত এশিয়ার বিভিন্ন অংশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কেবল সাধারণ সতর্কতা অবলম্বন করেই কমিয়ে আনা সম্ভব। 

Side banner