kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি-২০ নারী বিশ্বকাপ: ভারতকে ফাইনালে নিয়ে গেল বৃষ্টি


কালচিত্র | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০১:৩১ পিএম টি-২০ নারী বিশ্বকাপ: ভারতকে ফাইনালে নিয়ে গেল বৃষ্টি

ব্যাট-বলের লড়াই মাঠে ১ বলের জন্যেও গড়ায়নি। বলা বাহুল্য, একটানা বৃষ্টির কারণে বল মাঠে গড়ানোর আসলে কোনো উপায়ই ছিল না। অবধারিতভাবেই ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে নিয়মের মারপ্যাঁচে বিস্ময়করভাবে প্রথমবারের মতো টি-২০ নারী বিশ্বকাপের ফাইনালে চলে গেছে ভারত।

বৃহস্পতিবার (৫ মার্চ) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃষ্টি তা হতে না দেয়ায় ইংল্যান্ডের মেয়েদের ফাইনালে খেলার স্বপ্নের অপমৃত্যু হয়েছে। কারণ আইসিসি টি-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি।

ভারত ৪ ম্যাচের সবগুলোতে জিতে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করেছিল। ইংল্যান্ড ৪ ম্যাচের ৩টিতে জিতে বি গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে গিয়েছিল। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নক আউট পর্বের ম্যাচ পণ্ড হলে গ্রুপপর্বে ভালো করা দলই পরের ধাপে পৌঁছে যাবে। সেই সুবাদে ফাইনালে চলে গেছে ভারত।

আরআইএস    
 

Side banner