kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন


কালচিত্র | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০১:১২ এএম দেশের দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন
দ্রুততম মানব ইমরানুর ও মানবী শিরিন। ● সংগৃহীত

জাতীয় অ্যাথলেটিক্সের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন ইমরানুর রহমান। একশ মিটার স্প্রিন্টে সেরা হতে ইমরানুরের সময় লেগেছে ১০ দশমিক ২৯ সেকেন্ড। রেকর্ড গড়ে দ্রুততম মানবী খেতাব ফিরে পেলেন শিরিন আক্তার; সেরা হতে সময় নিয়েছেন ১১ দশমিক ৯৫ সেকেন্ড ।

সাদা-মাটা আয়োজনে শুরু হয়েছে জাতীয় সামার অ্যাথলেটিক্স। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় আর্মি স্টেডিয়ামে হচ্ছে এবারের আসর।

গেলো ইসলামিক সলিডারিটি গেমসে ষষ্ঠ হয়েছিলেন লন্ডন প্রবাসী অ্যাথলিট ইমরানুর রহমান। ১০ দশকিম শুন্য দুই সেকেন্ড সময় নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। ঢাকায় নিজের সেরা টাইমিং ছুঁতে পারেননি। দীর্ঘ ভ্রমন ক্লান্তি আর পরিবেশের সাথে মানিয়ে নেয়ার আগেই ট্র্যাক অ্যান্ড ফিল্ড নামতে হয় তাকে।

তবে ইমরানুরের রাজত্বে ভাগ বসাতে পারেনি কেউ। ১০ দশমিক দুই নয় সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব লেন ২৮ বছর বয়সী এই অ্যাথলেট। ৪১ সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় সেরা হলেন মোহাম্মদ ইসমাইল।

দ্রুততম মানব ইমরানুর রহমান বলেন, দ্রুততম মানব হতে পেরে ভালো লাগছে। সাফকে টার্গেট করে অনুশীলন চালিয়ে যাচ্ছি, নিজেকে মানসিক ভাবে তৈরি করছি। সাফে দেশের হয়ে পদক জিততে চাই।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার। রেকর্ড ১১ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি। এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিল ১১ দশকিম নয় নয় সেকেন্ড।

শিরিন বললেন, শ্রেষ্ঠত্ব ফিরে পেতে গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছি। আজ তার ফল পেলাম। পরিশ্রম করলে কোনও কিছুই বৃথা যায় না।

১ দশমিক সাত চার মিটার লাফিয়ে হাইজাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন উম্মে হাফসা রুমকী।

প্রথম দিন শেষে ৯টি স্বর্ণ ৮রৌপ্য সহ মোট ১৫ টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে বাংলাদেশ সেনাবাহনী। ৭ স্বর্ণ ৬টি রৌপ্য সহ মোট ১৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ নৌবাহিনী।

Side banner