শ্রী রাজীব দত্ত
আর্তনাদ
হারিয়ে গেছে মানবতা
নানান বিবর্তনের সভ্যতা।
একাকীত্ব গ্রাস করে খায়
প্রতিটা দিন, প্রতিটা সময়
কে কার অতীত জানতে চাই?
কেইবা বর্তমানের সঙ্গী,
বা ভবিষ্যতের আলোর দিশারী
সবাইতো সুযোগসন্ধানীর প্রহরী।
তবুও এখনো বেঁচে আছে
মেরুদন্ড সোজা কিছু মানুষ।
যারা মানুষের পাশে থাকে,
মানুষের কথা বলে
যাদের শত্রু স্বচ্ছ পোশাকধারী কিছু অমানুষ।
মেরুদন্ড সোজা মানুষ প্রতিবাদ করে,
জড়িয়ে পরে শত অভিযোগের ভিড়ে।
তারাও আর্তনাদ করে,
কোন নির্জন কল্পনা নদীর তীরে।
আপনার মতামত লিখুন :