kalchitro
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

অনুযোগ


কালচিত্র | সালমা খান  প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪, ১২:০৫ এএম অনুযোগ
সালমা খান

কবিতা : অনুযোগ

 

পথজুড়ে এক আনকা আলোর খেলা
বার্তা বাহক সংবাদ আনে,অনাহুত নই আর আজ
ক্রমশ মেঘের ভাঁজে জমা অন্ধকার কালো হয়ে আসে।
আকাশের পথ ধরে চলে গেছো দূরে,অজনা নগরে
বিগত জন্মে যেখানে পালন করেছি 
ব্রহ্মচর্য দিন।

ঘুরেছি দারুণ কালে দ্বাপরের কালো রাখালের দেশে
তখন অমূল্য ফুল তুমি ফুটে ছিলে গোয়ালের ঘরে।
ভ্রমরের অবারিত মনে প্রবল গিয়েছি ছুটে,
নতুন জন্মের স্বাদ নিয়ে আজ দুজনে এসেছি কাছে।
বাতাসে এসেছে সুর নীরবে বেড়েছে শুধু অনুরাগ, 
অতিন্দ্রীয়ে খুঁজি ফিরি বিমূর্তে কোথায় আমার অনুযোগ।

Side banner