প্রেমে নেই, বিদ্রোহেও নেই
কামরুজ্জামান কবির
ভালোবাসায় নেই
প্রেমে নেই
বিদ্রোহেও নেই!
ভালোবেসেছিল যারা
যারা প্রেমে পড়েছিল-
প্রেমে পড়েছিল পদ্মার ঢেউয়ের
প্রেমে পড়েছিল মেঘনার ঘোলা জলের
প্রেমে পড়েছিল কালো যমুনার
প্রেমে পড়েছিল নরম পলিমাটির
প্রেমে পড়েছিল রূপসী জলপরির
ভালোবেসেছিল বর্ণমালা
তারা বিদ্রোহ করেছিল আঙুল উঁচিয়ে সমস্বরে নো নো বলে-
মায়ের ভাষায় কথা বলতে
বিদ্রোহ করেছিল অন্যায় রুখে দিতে
অপশাসন আর দুঃশাসনের