পিরিত আমার
পিরিত আমার
পিরিত আমার
মাসুম খান
পিরিত আমার সয় না সখি
সয় না রে এই পরাণে।।
কেমনে বলো আনবো তাঁরে
যাঁর পাইনি দেখা জীবনে!!
এরচে ভালো জলেই থাকি
জন্মে আবার জলদে।
চাই না লাগুক জলের ছুঁয়া
আলতা রাঙা চরণে।
পরাণ যদি চরণ ধরে
নাই ভয় তার মরণে।।
প্রেম যদি তাঁর হাতেই মরে
প্রেম রবে কী ভুবনে।।
ভাব রে মাসুম থাকতে সময়
থাক বসে তাঁর স্মরণে।।
দিন রাত সব