kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র


কালচিত্র | দিপঙ্কর শীল প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ১১:৩৬ এএম কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র

কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র

দীপঙ্কর শীল

 

ভাষা বিজ্ঞানী ড. সেলু বা‌সি‌তের নি‌র্দেশনায় ও দীপংকর শী‌লের রচনায় ‍‍`কুরুখ ভাষা শেখার প্রথম পাঠ‍‍` বইকে কেন্দ্র ক‌রে প্রতি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে যে "কুরুখ ভাষা শিক্ষা কে‌ন্দ্র" তা আজ (১০/০৬/২০২৩) প‌রিদর্শন কর‌তে যান ভাষা বিজ্ঞানী ড. সেলু বা‌সিত, আহমদ সিরাজ ও দীপংকর শীল। বামনটিলায় ৩০ জন উরাং শিশু-‌কি‌শোর তা‌দের মাতৃভাষায় পাঠ শোনায়। বাংলা‌দে‌শে সম্ভবত তা‌দের মৌ‌খিক ভাষায় এই প্রথম "কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র" চালু হ‌লো।

Side banner