kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

তৃষ্ণা আমার


কালচিত্র | মাসুম খান প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:৩৫ পিএম তৃষ্ণা আমার

তৃষ্ণা আমার

মাসুম খান

 

তৃষ্ণা আমার বাড়ছে অতি

কোন জলে যে কেমন গতি।।

অঞ্জলিতে ওঠছে না আর

আজ কোন সাগরের কী মতি।।

 

আজ জল ধারা জল বয়েই চলে

চলছে যেমন মন সতী।।

না, মিটে না সাগর জলের

তৃষ্ণা বুকের চলার গতি।।

 

চলছে মাসুম তৃপ্ত হতে

চাতক যেমন স্বভাব তোর।।

অঞ্জলিতে হাত পেতে রয়

আকাশ তলের মেঘপতি।।

 

নন্দনকানন ২০ ফেব্রুয়ারি, ২০২৪

Side banner