গুঠিয়া মসজিদ: এশিয়ার অন্যতম বৃহৎ জামে মসজিদ
বাংলাদেশের যে কয়েকটি সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে, তার মধ্যে বরিশালের গুঠিয়া মসজিদ অন্যতম। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ জামে সমজিদ। গুঠিয়া মসজিদটি বরিশাল বিভাগের উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রামে অবস্থিত।
এই মসজিদটি গুঠিয়া নামে পরিচিতি পেলেও এর প্রকৃত নাম বাইতুল আমান মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স।