প্রসন্ন কুমারের বাড়ির ভগ্নপ্রায়  ফটক
                          জমিদার রায়বাহাদুর প্রসন্ন কুমারের বাড়ির ভগ্নপ্রায় ফটক
উত্তম কুমার আচার্য্য
 
১৮০০ শতকে জমিদার প্রসন্ন কুমার রায় তাঁর জমিদারী ও এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। তিনি খুবই প্রভাবশালী একজন জমিদার ছিলেন। তাঁর জমিদারী সুদূর মহেশখালী পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ব্রিটিশ সরকারের কাছে রায় বাহাদুর উপাধি পান। চট্টগ্রামের আনোয়ারার পূর্ব কণ্যারা গ্রামের পরৈকোড়া ইউনিয়নের