উরুগুয়ে-0 দক্ষিণ কোরিয়া-0
দুই দুইবার বারপোস্টে লেগে ফিরে এলো বল। একাধিক সুযোগ নষ্ট হলো ফরোয়ার্ডদের ব্যর্থতায়। দুর্ভাগ্যই যেন ভর করেছিল উরুগুয়ের শিবিরে। ফলে দারুণ খেলেও পয়েন্ট খোয়াতে হলো দুইবারের চ্যাম্পিয়নদের।
অন্যদিকে এশিয়ান দলগুলোর উত্থানের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে প্রথমবারের মতো উরুগুয়ের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিলো দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার