kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

পলাশ ফুলে রঙ


কালচিত্র | মাসুম খান প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০১:৫৯ এএম পলাশ ফুলে রঙ

পলাশ ফুলে রঙ

মাসুম খান

 

পলাশ ফুলে রঙ ধরেছে

শিমুল আজকে ফুটেছে।।

মৌ পিয়াসী মৌমাছিরা

আজ আম মুকুলে জুটেছে।।

 

গোলাপ রঙে রাঙিয়ে আজি

পুব আকাশ আজ হেসেছে।।

দোয়েল পাখি সুর ধরে ওই

প্রভাত আলোয় নাচিছে।।

 

ধান শালিকের গোলা ভরা

সোনার ধান উঠেছে।।

দেখছে মাসুম রক্ত রাঙা

একুশ ফিরে এসেছে।।

 

নন্দনকানন ২০ ফেব্রুয়ারি, ২০২৪

Side banner