মায়াবী
মাসুম খান
কত ইচ্ছে মরে যায় আমার
তোমার ইচ্ছে না হলে।।
কত আগ্রহ মরে যায় হেসে
তোমায় কিছু না বলে।।
এত আপন ভাবি নি কিছুই
তোমার প্রেম বলে।।
সব প্রেমই মরে যায় বুঝি
তোমায় কাছে না পেলে।।
কী বা সত্য কী বা মিথ্যা
জানি নি মিথ্যা মন্ত্র বলে।।
মাসুম শুধু হেরে যায়
মায়া মারিচের ছলে।।
আপনার মতামত লিখুন :