ঘোর কাটে
মাসুম খান
রজনীকান্ত কান্তা
তব নিশীথিনী
অম্বরে ডেকে মরে
ওলো বিরহিণী।।
গগন আড়ালীছে
দুরুদুরু বরিষায়
বিদ্যুৎ ছুঁড়ে বুকে
ইন্দ্রকামিণী।।
হায় নিশি যাপিছে
বিরহিত কামিনী
মাসুমের কাটে নিশি
মায়া ডাকে ডাকিনী।।
আপনার মতামত লিখুন :