kalchitro
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ড. শেখ সাদী‍‍`র শাহ আবদুল করিম


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০, ০৩:৪৬ পিএম ড. শেখ সাদী‍‍`র শাহ আবদুল করিম ড. শেখ সাদী‍‍`র শাহ আবদুল করিম কালচিত্র ডেস্ক বাংলা একাডেমি সম্প্রতি প্রকাশ করেছে ড. শেখ সাদী‍‍`র ‍‍`শাহ আবদুল করিম: জীবন ও সংগীত‍‍` শীর্ষক গবেষণা অভিসন্দর্ভ গ্রন্থটি। এই অভিসন্দর্ভটি রচনা করতে তিন/চার বছর লাগলেও, এর পেছনে প্রেম, শ্রম, সাধনা দীর্ঘ দিনের। ২০০৯ খিস্টাব্দে শাহ আবদুল করিমের দর্শন গবেষককে বাংলার ঐশ্বর্যশালী লোকায়ত দর্শনের গভীরে দৃষ্টি ফেরাতে বাধ্য করে, ক্রমে তাঁর গানের গভীরে প্রবেশ করতে থাকেন গবেষক। বস্তুবাদী ও অধ্যাত্মবাদী বাউল দর্শনের বাইরে তাঁর গানে গণমানুষের মুক্তির প্রতিধ্বনি শুনেন এবং আত্মোপলব্ধি করেন,- নিম্নবর্গের মানুষের জীবনমুক্তির সামষ্টিক আন্তরপ্রেরণা এবং সমাজ-বিপ্লবের আবাহন; এবিষয়, অন্যান্য বাউল থেকে তাঁকে ভিন্নধর্মী মাত্রা দান করেছে। তাঁর অজস্র গণসংগীত এদেশের সংগ্রামশীল মানুষকে এখনও সংকটে পথ দেখায়। তাঁর ছিল ১৯৫৭ খ্রিস্টাব্দে ভাসানীর ঐতিহাসিক ‍‍`কাগমারী সম্মেলনে‍‍` কবিয়াল রমেশ শীলের সঙ্গে গণসংগীত পরিবেশনের গৌরবময় অভিজ্ঞতা। তাঁর ঝুলিতে রয়েছে যুক্তফ্রন্টের নির্বাচনে প্রচারণাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবদুস সামাদ আজাদ প্রমুখের সঙ্গে একই মঞ্চে গান গাইবার মহিমান্বিত মুহূর্ত। করিম বৃহত্তর সিলেট অঞ্চলে জনপ্রিয় ছিলেন প্রায় পঞ্চাশের দশক থেকে। কিন্তু নব্বইয়ের দশকে সারাদেশে কিছুটা পরিচিতি পেতে শুরু করেন তিনি। ২০০১ খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় সম্মাননা ‍‍`একুশে পদক‍‍` পাবার পর নাগরিক সমাজে সমাদর বাড়ে তাঁর। করিমের কিছু প্রেম আর আধ্যাত্মিক গান শুধু এখন গাওয়া হয়। তাঁর সবচেয়ে গৌরবের যে জায়গা- সেটি হলো তাঁর সমাজবাদী চিন্তা-দর্শন নির্ভর ‍‍`গণসংগীত।‍‍` দীর্ঘ এক যুগের প্রেম-সাধনা, আগ্রহ-অনুসন্ধানের ফসল বর্তমান গ্রন্থটি। গবেষক তাঁর যথাসাধ্য প্রেম আর শ্রমে অভিসন্দর্ভ গ্রন্থটি প্রকাশ উপযোগী করেছে এবং বাংলা একাডেমির তা প্রকাশ করেছ। গ্রন্থটি শাহ আবদুল করিমকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ আলোচনা। শাহ আবদুল করিমকে জানতে এ গ্রন্থের বিকল্প নেই। প্রাপ্তি স্থান: বাংলা একাডেমি বিক্রয়কেন্দ্র, ঢাকা নন্দন বইঘর, চট্টগ্রাম দামঃ ৪০০/-
Side banner