kalchitro
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে


কালচিত্র | শক্তিসাধন মুখোপাধ্যায় প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০৩:১৬ পিএম খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে // প্রদীপ ঘোষ বলেছিলেন // শক্তিসাধন মুখোপাধ্যায় ‍‍`খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে।‍‍` রবীন্দ্রনাথের  ‍‍`দুই পাখি‍‍` কবিতার মধ্যে যে রাষ্ট্রদ্রোহের উসকানি থাকতে পারে কে জানত ? প্রদীপ ঘোষ বলেছিলেন। বললেন, তৎকালিন পূর্ব পাকিস্তানের কর্তারা সেই মানে খুঁজে পেয়েছিলেন তাঁর আবৃত্তি করা এই কবিতা থেকে। একবার কালচারাল ডেলিগেশনে গিয়ে  এটা জেনেছিলেন। গল্প করতে করতে বললেন, এটা  আমার প্রিয় একটা কবিতা। যেখানেই যাই আবৃত্তি করি। আর প্রতি অনুষ্ঠানে পুলিশের সংখ্যা বাড়তে থাকে। শেষে এক পুলিশকর্তা বলে এর মধ্যে  রাষ্ট্রদ্রোহের উসকানি আছে। এটা আবৃত্তি করবেন না। কিরকম ? বনের পাখি হচ্ছে ভারত। আর খাঁচার পাখি পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান। মিলন হল দোঁহে  মানে কি? পরিষ্কার বিদ্রোহের প্ররোচনা। কেন এ কবিতা বারবার আবৃত্তি করছি তাই নিয়েই কঠোর সতর্কতা।
Side banner