কামরুজ্জামান
নতুন করে আর মায়া বাড়িও না
নতুন করে আর মায়া বাড়িও না
তোমার অধরপল্লবের স্পর্শ যে-উষ্ণতা দিয়েছিল
তা ভুলে যেতে আমার অনেক কষ্ট হয়েছে!
নতুন করে আর ভালোবাসি বলো না
ভালোবাসার যে-চূড়ায় বসিয়েছিলে
সেখান থেকে নেমে আসতে আমার অনেক সময় লেগেছে!
নতুন করে দিওনা কোনো ছবি
যে-ছবি গেথে গিয়েছিল হৃদয়ের কোষে কোষে
সে-ছবি মুছতে আমার অনেক চোট লেগেছে!
নতুন করে দেখিও না কোনো স্বপ্ন!
যে-স্বপ্নের মায়াজালে জড়িয়েছিলে
সে-মায়াজাল ছিন্ন করতে আমার অনেক বিনিদ্র রজনী কেটেছে!...
আবার তো সেই হারিয়ে যাবে তুমি
একজীবনে কত আর মুছব স্মৃতি!
আপনার মতামত লিখুন :