এস এম সাব্বির খান
নমঃ নিন্দুক সুন্দরমঃ
ভালোবাসি তাই ভালোর জন্য ভাল করে বলি শোনো,
ভাল হবে যদি ভালোয় ভালোয় ভাল কথাগুলো মানো।
ভালোবাসে যে চাইবে না সে ভুলে ভুল করে মরো,
ভুল হলে তাই অকপট কবে, শুধরাতে যেন পারো।
মন্দটা কবে, সত্যটা কবে উচিত কবে সে সদা,
ভুলেও ভেবো না দুর্জন সে করিতেছে বিরোধীতা।
হ্যা'র সাথে যে বা শুধু হ্যা হ্যা করে, না যেচেই পরিণতি,
জেনো সে তোমারে আগুয়ান করে না জেনে পথের গতি।
সুজন তোমারে কবে-
"ধীরে ধীরে- দেখে শুনে চলো পথ,
আগুয়ান হও, জেনে শুনে লও"
সেই তব জয়ঃরথ।
যাচে না যা তব কবে তা মন্দ, যাচিলে- সাজাবে তাতে।
শুধরাবে যেন শুদ্ধতা লভ শ্রেষ্ঠ জানিবে তাতে।
কোমলে-কঠোরে গড়িবে তোমায় বদলাবে প্রয়োজনে,
আঘাতে করিবে দৃপ্ত যেন বা লড়িবারে পারো রণে।
রণকৌশল শিখিতে যেমন গুরু সনে লড়ে বীর,
বীর সনে লড়ে গুরুদেব দেয় দীক্ষা সু-স্থির।
সদা যে পক্ষে, চাটাম অক্ষে নমঃ নমঃ চক্করে
ঘোরে জুড়ে দিয়ে, আলগোছে নিয়ে দেবে কাল খপ্পরে!
গুনী-মহাজ্ঞানী কহে-প্রাণমনি, নিন্দুক প্রিয়তম,
আস্তিনে পোষা বিভীষণ- যে করে অকারণ নম: নম:।
আপনার মতামত লিখুন :