মহীতোষ গায়েন
তোমাদের দেশের জন্য
তোমাদের আকাশকে তোমরা ছুঁতে পারছো না
তোমরা পিছিয়ে যাচ্ছো,
তোমরা মানুষের পাশে থাকতে পারছো না
তোমরা পিছিয়ে যাচ্ছো।
তোমরা যদি মানুষের ভাষা না বুঝতে পারো
মানুষ কেন তোমাদের ভাষা বুঝবে?
যদি মানুষের কথা না শোনার চেষ্টা করো
মানুষ কিভাবে তোমাদের ভালোবাসবে?
তোমরা মাথা উঁচু করে হাঁটতে শেখো
আকাশ নত হবে, বাতাস নত হবে,
তোমরা মাথা উঁচু করে ভাবতে শেখো
মাটি তোমাদের ভাবাবে, ফসল ফলাবে।
জীবনের সব সুখ আশা আকাঙ্ক্ষার ফুল
কিভাবে ফুটবে যদি ফলাবার কৌশল না জান?
তুমি, তোমরা সবাই মানুষের মঙ্গলের জন্য বাঁচো
তোমাদের দেশে সুখ ও শান্তির ফুল ফুটবেই।
আপনার মতামত লিখুন :