kalchitro
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ জুন, ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

এই স্বাধীনতা আমরা চাইনি 


কালচিত্র | আর্য বন্দ‍্যোপাধ‍্যায় প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১২:৩৩ এএম এই স্বাধীনতা আমরা চাইনি 

আর্য বন্দ‍্যোপাধ‍্যায়

 

এই স্বাধীনতা আমরা চাইনি 

 

 

কতো বিপ্লবীর প্রাণ চলে গেছে 

দেশকে স্বাধীন করতে, 

কতোজন বুকে গুলি খেয়েছেন

স্বাধীন ভারত গড়তে। 

 

চার বর্ণের শব্দ হলেও 

অসীম যে এর মূল্য, 

এর সাথে আর কোনোকিছুরাই 

হয়না মোটেই তুল‍্য। 

 

অন‍্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে 

সহ‍্য করেছেন কতো, 

স্বাধীনতা কিন্তু আসেনি বন্ধু 

নিজেরই ইচ্ছা মতো। 

 

সর্বত‍্যাগী সন্ন‍্যাসীর মতো 

ব্রতই করেছেন সাধন, 

কতোই দুঃখ অত‍্যাচারে 

শরীরের শুধু পাতন।

 

সুখ পাননি সংসার পাননি 

দেশমাতৃকায় ভক্তি, 

বারবার ভাবি বিপ্লবীরা 

কোথায় পেতেন শক্তি।

 

তাঁদের জন‍্য স্বাধীনতা আজ 

তাঁরাই কিন্ত্ত সব, 

তাদেরই ভুলে দিকে দিকে 

দেখি কতোই না উৎসব।

 

স্বাধীনতা আমরা পেয়েছি বটে 

পঁচাত্তর বছরই প্রায়, 

মান তো রাখিনি সে স্বাধীনতার 

আমরা এখনও হায়। 

 

এই স্বাধীনতা কখনও চাইনি 

রাজনীতি দলাদলি, 

চোর বাটপার খুনি বদমাশ 

করছে যে গলাগলি। 

 

গলাবাজি আর নিজেকে জাহির 

এই কী আমার দেশ? 

অর্থলোভী কিছু শয়তান 

দেশটা করছে শেষ।

 

আর্য বন্দ্যোপাধ্যায়, কলকাতা

Side banner