জয় বাংলার ধ্বনি
বাঙালি তোমার বজ্র স্লোগান
জাতিসত্ত্বার শান,
স্বার্থে কিংবা বিরোধীতা দায়ে
অযাচিত করে ম্লান।
রুখে দাও সেই সব দুরাচারে
জানাও সত্য তার,
'জয় বাংলা' বাংলাদেশের
আপামর জনতার।
নয় সে ভণ্ড দেশপ্রেমিক আর-
দেশদ্রোহিদের তরে,
'জয় বাংলা' কোটি বাঙালির
লালিত চিত্তাধারে।
মুক্তির তরে প্রতি ঘরে ঘরে
বারে বারে তার ধ্বনি,
হুঙ্কার ছাড়ি জেগেছে শৌর্যে
ঘুচাতে শোষণ গ্লানি।
রণাঙ্গনের বীর সেনা দল
বাংলার তল্লাটে,
শত্রুনাশী এ স্লোগানে এঁকেছে
স্বদেশ বিশ্বপটে।
প্রতিটি বিজয়, মুক্তির লয়
পরাধীনতার শেষ,
জয় বাংলায় শুনেছে বিশ্ব
বলেছে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :