কামরুজ্জামান
চলে যাচ্ছি
চলে যাচ্ছি, তোমাকে বিদায় না বলে!
কতবার চলে গেছি তোমার আঙিনা ছেড়ে
চলে গেছি তোমাকে বিদায় বলে
আবার ফিরে এসেছি
ফিরে এসেছি-
তোমার প্রাণের অকৃত্রিম ভালোবাসার কাছে
ফিরে এসেছি-
তোমার বুকের স্বর্গীয় সৌরভ নিতে
ফিরে এসেছি-
তোমার প্রেমে ডুবে যেতে
ফিরে এসেছি-
সুখে-দুঃখে তোমার সাথী হতে।
চলে গেছি স্বেচ্ছায়
ফিরে এসেছি নিজে নিজে।
চলে যাচ্ছি, তোমাকে বিদায় না বলে।
ক্ষমা করো-
এ যাওয়াতে আমার কোনো হাত নেই;
হাত নেই ফিরে আসাতেও!
চলে যাচ্ছি, তোমাকে বিদায় না বলে।
হয়ত ফিরে আসবো-
তোমার নিদ্রাহীন চোখে স্মৃতিকাতর অশ্রু হয়ে
হয়ত ফিরে আসবো-
তোমার নির্ঘুম রাত হয়ে
হয়ত ফিরে আসবো-
তোমার উদাস দৃষ্টি হয়ে
হয়ত ফিরে আসবো-
তোমার ঘুমভাঙা স্বপ্ন হয়ে
হয়ত ফিরে আসবো-
তোমার শান্ত চোখের কাজল হয়ে
হয়ত ফিরে আসবো-
তোমার চোখের ঘুম হয়ে
হয়ত ফিরে আসবো-
বসন্তের দিনে তোমার খোপার ফুল হয়ে
হয়ত ফিরে আসবো-
শান্ত নদীর স্রোত হয়ে
হয়তো ফিরে আসবো-
তোমার পায়ের নূপুর হয়ে
হয়তো ফিরে আসবো-
তোমার গানের সুর হয়ে
হয়তো ফিরে আসবো-
তোমার কবিতার ছন্দ হয়ে
চলে যাচ্ছি-
তোমাকে বিদায় না বলে!
---
মতিঝিল, ঢাকা
২৩ মার্চ ২০২২
আপনার মতামত লিখুন :