kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
পিরিত আমার

পিরিত আমার


কালচিত্র | মাসুম খান প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:৪৯ পিএম পিরিত আমার
হিমাচল, ইন্ডিয়া। ক্লিক : মাসুম খান

পিরিত আমার

মাসুম খান

 

পিরিত আমার সয় না সখি

সয় না রে এই পরাণে।।

কেমনে বলো আনবো তাঁরে

যাঁর পাইনি দেখা জীবনে!!

 

এরচে ভালো জলেই থাকি

জন্মে আবার জলদে।

চাই না লাগুক জলের ছুঁয়া

আলতা রাঙা চরণে।

 

পরাণ যদি চরণ ধরে

নাই ভয় তার মরণে।।

প্রেম যদি তাঁর হাতেই মরে

প্রেম রবে কী ভুবনে।।

 

ভাব রে মাসুম থাকতে সময়

থাক বসে তাঁর স্মরণে।।

দিন রাত সব এক করে নে

প্রাণ যদি চাস পরাণে।।

 

নন্দনকানন ২৬ জুলাই, ২০১৯

Side banner