kalchitro
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

হেলিকপ্টারে করে বরিশালে মিমি


কালচিত্র | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২২, ০৯:২৬ পিএম হেলিকপ্টারে করে বরিশালে মিমি
সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তী তার ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, হেলিকপ্টারে বসে তিনি। আরেকটি ছবিতে, হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে। 

ওই পোস্টের কমেন্ট বক্সে ঢাকার শোবিজের অনেকেই লিখেছেন—‘বাংলাদেশে আপনাকে স্বাগতম।’

তাহলে মিমি কি বাংলাদেশে? খোঁজ নিয়ে জানা গেলো, সকালের ফ্লাইটে ঢাকায় আসার পর হেলিকপ্টারে তাকে নিয়ে যাওয়া হয় বরিশালে। মিমি এখন আছেন বরিশালে। আর এ তথ্য জানিয়েছেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।

এ শিল্পী একঝাঁক তারকা নিয়ে বুধবারই বরিশালে গেছেন। সেখানে ‘জয় বাংলা উৎসব’ এর আয়োজন করছেন তিনি। 

এই উৎসব যোগ দিতে বাংলাদেশে এসেছেন মিমি। তবে মিমি আসার আগেই এই কনসার্টে অংশ নিতে ঢাকা থেকে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক ফেরদৌস, ইমন, সংগীতশিল্পী মমতাজ, পূজা, প্রতীক হাসান, বালাম, পারভেজ সাজ্জাদ, ঐশী ও লুইপাসহ অনেকে।
 

Side banner