kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মুজিব আমার বাংলাদেশ


কালচিত্র | মাসুম খান প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ১২:৪৫ এএম মুজিব আমার বাংলাদেশ

মাসুম খান

 

মুজিব আমার বাংলাদেশ

 

কে বলেছে নেই গো তুমি

এই মাটিতেই তুমি বেশ।।

রক্ত মাখা এই পতাকায়

মুজিব আমার বাংলাদেশ।।

ভোরের দোয়েল শিষ দিয়ে যায়

বাউল নেচে নাচায় কেশ।।

মুজিব নামে বাংলা আমার

মুজিবের এই বাংলাদেশ।।

আজ দেখেছি প্রভাত আলোয়

মুজিব নামের হয় না শেষ।।

মাসুম বলে এই পতাকায়

মুজিব মানে বাংলাদেশ।।

 

 

নন্দনকানন ২৬ জুন, ২০২২

 

Side banner