kalchitro
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

একসময় তাদের কাছে ভালো ছিলাম : প্রভা


কালচিত্র | বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ১১:১৩ পিএম একসময় তাদের কাছে ভালো ছিলাম : প্রভা

ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি।


সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। আগে নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ না পেলেও এখন তিনি সেই অপশন চালু রেখেছেন।

গত ২৭ আগস্ট রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন প্রভা। মাথায় ওড়না প্যাঁচানো তার স্নিগ্ধ লুক নেটিজেনদের নজর কেড়েছে। এ অভিনেত্রীর মিষ্টি হাসিতে কুপোকাত তারা।


সেই পোস্টের ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘আপনি যদি আমার সম্পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে জেনে রাখুন একসময় তাদের কাছে আমি ভালো ছিলাম। কিন্তু আপনাকে তারা তা বলবে না।’
 

Side banner