কবি অরুণ সেন
খালেদ হোসাইন
জুলাই মাস। প্রিয় অরুণ সেনের কথা মনে পড়লো। ২০২০ সালের ৪ঠা জুলাই তিনি চলে গিয়েছিলেন অপার্থিবলোকে।
আমি, বিশেষত, বিষ্ণু দে’কে চিনেছিলাম তাঁর চোখ দিয়ে।
প্রীতি ও প্রশ্রয় পেয়েছিলাম তাঁর। মনে হয়, খুব কম সময়ের মধ্যে আমরা বিস্মৃত হতে পেরেছি। এ আমার এক বিলম্বিত শ্রদ্ধা নিবেদন।
আপনার মতামত লিখুন :