kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০

কবি অরুণ সেন


কালচিত্র | খালেদ হোসাইন প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ১১:১৮ এএম কবি অরুণ সেন

কবি অরুণ সেন

খালেদ হোসাইন

 

জুলাই মাস। প্রিয় অরুণ সেনের কথা মনে পড়লো। ২০২০ সালের ৪ঠা জুলাই তিনি চলে গিয়েছিলেন অপার্থিবলোকে।

আমি, বিশেষত, বিষ্ণু দে’কে চিনেছিলাম তাঁর চোখ দিয়ে।

প্রীতি ও প্রশ্রয় পেয়েছিলাম তাঁর। মনে হয়, খুব কম সময়ের মধ্যে আমরা বিস্মৃত হতে পেরেছি। এ আমার এক বিলম্বিত শ্রদ্ধা নিবেদন।

Side banner