kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জল জোছনা


কালচিত্র | বিভা ইন্দু প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ১০:০৫ এএম জল জোছনা

জল জোছনা

বিভা ইন্দু

 

মাছরাঙা নীল গহীন সুখ

সবুজ বনের টিয়ে

সাত সমুদ্রের স্বপ্ন ফানুস

কোথায় যাবি নিয়ে!

 

খইয়ের মতো উড়ুক্কু তুই

কাজল বিলের হাঁস

কলাবতীর মন উচাটনে

বকুল বিছানো  ঘাস!

 

রাত নির্ঘুম আলোর পাখি

শ্রাবণ রাতের গান

জল জোছনা খুনসুটি তুই

বন পাহাড়ের টান!

 

আকাশ গাঙে স্তব্ধ গুমোট

মেঘবালিকার বেশ

বিজলি চমক পাহাড় ধারে

কাব্য ছড়ার রেশ!

 

পোয়াতি ঢেউ কর্ণফুলীর

করিম মাঝি ঘুম

জলপিপিদের ডিগবাজিতে

উৎসবী মওসুম।

 

নকশি বুনট দাওয়ায় চলে

রূপাই দূরের গাঁয়

এক্কাদোক্কা খেলার আসর

তোমার খুঁজে বেড়াই।

Side banner