kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৩:৫৮ পিএম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী

কালচিত্র ডেস্ক

 

বাংলা আকাদেমি, আগরতলা আগামী ২৫ জুলাই, ২০২৩ বিকাল পাঁচটায় ফ্লাওয়ার্স ক্লাব (মঠচৌমুহনী, আগরতলা) প্রাঙ্গণে অবিস্মরণীয় কথাসাহিত্যিক  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি. এম. মনিরুজ্জামান। প্রধান বক্তা হিসেবে থাকবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. পরমাশ্রী দাশগুপ্ত। বিশেষ অতিথি ও সম্মাননীয়  অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে ড. গীতা দেবনাথ (প্রাক্তন অধ্যক্ষ, মহিলা মহাবিদ্যালয়, আগরতলা) এবং শ্রীসঞ্জীব দেব (সম্পাদক, নর্থ ইস্ট কালার্স, আগরতলা)। সভাপতির আসনে থাকবেন আকাদেমির সভাপতি  ড. ভাস্কর রায় বর্মণ। আপনাদের সানুরাগ উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠুক --  এই প্রার্থনা।

বিনীত

রবীন্দ্র কুমার দত্ত

সম্পাদক

বাংলা আকাদেমি

আগরতলা।

Side banner