মৃত্তিকা
সালমা খান
শিখড় বিস্তারি বিটপী তুমি
পূর্ণিমার চাঁদকে বলো না,
নদীর জল ভরিয়ে দাও,
আলোর ঝর্ণাধারায়
মানুষের হাতের স্পর্শ
মুছে দেবে সব চিহ্ন,
চিরকাল কব্জির জোড়ে
উজাড় হলো তোমার বনভূমি
কি আশায় বুক চিতিয়ে রাখো
মেঘজল, কুয়াশায় ?
আজো পাখিরা নিরাপদ আশ্রয় খুুঁজে
তোমার বৃক্ষ শাঁখায়,
পত্রপল্লবে শতাব্দীকাল
তোমার উষ্ণতা দেখেছে জন্মান্ধ সময়,
উজ্জ্বল চাঁদ।
আপনার মতামত লিখুন :