kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০

শৌখিন সিংহ


কালচিত্র | মাসুম খান প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৩:৪৮ পিএম শৌখিন সিংহ

শৌখিন সিংহ

মাসুম খান

 

সুখি সিংহের মতো

তন্দ্রালস বৃষ্টির এই সকাল,

গুহায় যেখানে সেখানে

জমেছে জল কিংবা শিশির।

রক্ত-ঘাম হয়েছিল

কোনো এক চৈত্রের বিকেলে।

পলির চৌচির নক্সায়

আমি আমার মুখাবয়ব দেখেছি

সেই দিন প্রথম।

অবাধ্য বাধ্য হয়নি কোনোদিন

অনাবৃষ্টি বা অতিবৃষ্টি!

শক্তি পূজায় টোটেমবাদের

বিনীত আহ্বানে

গেছে হাত, পা, চোখ, ঠোঁট, কান আর

ধর থেকে মাথা!

এখন বৈতালিক সম্বোধনে

বৃষ্টি দেয় সারা

বহুদিনের চৌচির পললে

আধা-জাগ্রত, আধা-ঘুমন্ত

তন্দ্রাচ্ছন্ন শৌখিন সিংহ।

Side banner