kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রানির কফিন দেখতে আসা ঢলে বেসামাল লন্ডন


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০১:১৭ এএম রানির কফিন দেখতে আসা ঢলে বেসামাল লন্ডন
সংগৃহীত ছবি

ব্রিটেনের প্রয়াত রানির কফিনে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি ধারণক্ষমতা ছাড়িয়েছে। তাই আগামী ছয় ঘণ্টা কাউকে নতুন করে দাঁড়ানোর অনুমতি দেয়া হচ্ছে না। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শেষকৃত্য আয়োজকরা এ তথ্য জানিয়েছে। ব্রিটেনের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, রানিকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি সাউথওয়ার্ক পার্ক পর্যন্ত পূর্ণ হয়ে আছে। 

রানির কফিন এখন রাখা হয়েছে ওয়েস্টমিনস্টার হলে। রাস্তায় লাইন ধরে সেখানে রানির প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছে হাজারো মানুষ। বিদায়ের ক্ষণ যত ঘনিয়ে আসছে, ভিড়ও তত বাড়ছে।

এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন পর্যন্ত তাদের পৌঁছাতে অন্তত ১৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। 

রানিকে শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি সাধারণ মানুষও যাচ্ছেন। এজন্য, লন্ডনে হোটেলের রিজার্ভেশন ৪০০ শতাংশ বেড়ে গেছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে রানি এলিজাবেথ মারা যান। ১৯ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায় তার শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে শেষ হওয়ার পরই দেশব্যাপী দুই মিনিট নীরবতা পালন করা হবে।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে বিশ্ব নেতাদের আগমন ঘিরে স্মরণকালের সবচেয়ে কঠোর নিরাপত্তার আয়োজন করছে লন্ডন পুলিশ।

Side banner