kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করছেন সুইডেনের প্রধানমন্ত্রী


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০১:২৬ এএম পদত্যাগ করছেন সুইডেনের প্রধানমন্ত্রী
ম্যাগডালিনা অ্যান্ডারসন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন দল স্যোশাল ডেমোক্র্যাটের নেতা ম্যাগডালিনা অ্যান্ডারসন। 

স্থানীয় বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

রোববার (১৮ সেপ্টেম্বর) দেশটির সাধারণ নির্বাচনে স্যোশাল ডেমোক্র্যাটদের চেয়ে রক্ষণশীল জোট বেশি ভোট পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। 

নির্বাচনে দলের পরাজয় মেনে নিয়ে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পদত্যাগের কথা নিশ্চিত করেছেন অ্যান্ডারসন। 

অ্যান্ডারসন বলেন, সংসদে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও তারা সংখ্যাগরিষ্ঠ। তাই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে আমি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

বুধবার পর্যন্ত সুইডেনের ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষ হয়েছে। এতে ৩৮৯ আসনের মধ্যে রক্ষণশীল জোট জয় পেয়ছে ১৭৬ আসনে। অ্যান্ডারসনের দল পেয়েছে ১৭৩ আসন।

মাত্র তিন আসনের ব্যবধানে হেরেছে স্যোশাল ডেমোক্রেটরা। দেশটিতে বামপন্থী সরকার পাল্টে ক্ষমতায় আসতে যাচ্ছে ডানপন্থীরা। 

অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাটরা ২০১৪ সাল থেকে সুইডেনের ক্ষমতায় রয়েছে। বিবিসি।

Side banner