kalchitro
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ১০:০৭ পিএম নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬
সংগৃহীত ছবি

নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ছয়জন নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) এই ভূমিকম্প ও প্রাণহানির ঘটনা ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬।

নেপালের ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানায়, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ার পরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ভারতের রাজধানী নয়া দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এর আগে জানিয়েছিল, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার হতে পারে।

ইএমএসসি আরও জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল প্রতিবেশী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভীট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রয়টার্স। 
 

Side banner