kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রীয় তিন ব্যাংকে নতুন এমডি


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০১:৫৮ এএম রাষ্ট্রীয় তিন ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্রীয় মালিকানার তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। প্রত্যেককে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর করতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।


হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীরকে অগ্রণীতে এবং রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে একই ব্যাংকের এমডি নিয়োগে সম্মতি দিয়েছে সরকার।

রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত সম্মতিপত্র ব্যাংকগুলোর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। এখন ব্যাংক কোম্পানি আইনের আলোকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য প্রথমে নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে এসব নাম প্রস্তাব অনুমোদিত হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর তাদের নিয়োগ কার্যকর হবে। বর্তমান এমডির মেয়াদ শেষ হওয়ার পর তারা এমডি পদে যোগ দেবেন।


রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের মেয়াদ শেষ হবে আগামী ২৭ আগস্ট। রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল-মাসুদের মেয়াদও শেষ হবে একই দিন। আর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলামের মেয়াদ শেষ হবে আগামী ২৪ আগস্ট।
 

Side banner