kalchitro
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

অনলাইনে এসএসসি’৯৯ ফ্রেন্ডস ক্লাবের চিত্রপ্রদর্শনী শুরু


কালচিত্র | ডেস্করিপোর্ট প্রকাশিত: জুন ১৯, ২০২০, ০৬:৪৩ পিএম অনলাইনে এসএসসি’৯৯ ফ্রেন্ডস ক্লাবের  চিত্রপ্রদর্শনী শুরু
রায়হান আহমেদ নিবিড়, বয়স ০৪, প্লে-গ্রুপ এর আঁকা একটি ফুলের চিত্র।

রায়হান আহমেদ নিবিড়, বয়স ০৪, প্লে-গ্রুপ এর আঁকা একটি ফুলের চিত্র।

 

অনলাইনে এসএসসি‘৯৯ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে এক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। দেশব্যাপী এসএসসি ১৯৯৯ সনের বন্ধুদের নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। সারাদেশের বন্ধুদের সন্তানদের আঁকা চিত্র নিয়ে ২৮ মার্চ ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটা বন্ধ হয়ে যায়। সে-কারণে অনলাইনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সারাদেশ থেকে ৬০টি চিত্র নিয়ে প্রদর্শনীর কথা থাকলেও প্রাপ্ত ২০টি চিত্র নিয়ে এই প্রদর্শনী করা হচ্ছে। তিনটি গ্রুপে ভাগ করে চিত্র আহ্বান করা হয়েছিল। গ্রুপ- ক: যেকোনো ফুল (বয়স: ৪-৬ বছর), গ্রুপ-খ: আমার বিদ্যালয় (বয়স ৭-৯ বছর), গ্রুপ-গ: আমার স্বপ্নের বিদ্যালয় (বয়স:১০-১৪ বছর )। এই প্রদর্শনীতে সেরা চিত্র নির্বাচন করা হয়নি। ১৯-২৬ জুনব্যাপী গ্রুপের পেইজ-এ এই প্রদর্শনী চলবে।

Side banner