kalchitro
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

তানজিলা বিনতে বাশার এর অহংকার


কালচিত্র | কে. জামান প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০৮:২২ পিএম তানজিলা বিনতে বাশার এর অহংকার

                                                      অহংকার

একদা এক জঙ্গলে ছিল একটি ফল গাছ ও একটি ফুল গাছ। ফুল গাছটি ছিল খুব অহংকারী। সে সবসময় ফল গাছকে বলতো , তুমি খুবই বাজে দেখতে । আমাকে দেখো, আমি কতো সুন্দর! এতো অপমান করার পরেও ফল গাছ ফুল গাছকে এতটুকুও অপমান করতো না । একদিন ঐ জঙ্গলে দুজন বাচ্চা ফুল তুলতে এলো। তারা সামনেই ঐ ফল ও ফুল গাছ দুটিকে দেখতে পেলো।বাচ্চা দুজন ফুল গাছের সবগুলো ফুল তুলে নিলো। তাই ফুল গাছটিকে বেশ বাজে দেখতে লাগছিলো। কিন্তু ফল গাছ ফুল গাছটিকে একটুও অপমান না করে বললো, চিন্তা করোনা বন্ধু। তোমার দুঃখ করার কোনো কারণ নেই। তোমার গাছের ফুল সময়ের সাথে সাথে আবার ফুটবে। কিন্তু তোমার এতোটা অহংকার করা উচিত হয়নি। কারণ, অহংকার পতনের মূল।

------

তানজিলা বিনতে বাশার

তৃতীয় শ্রেণি, রোল:২২

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ‌।

Side banner