kalchitro
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ জুলাই, ২০২২, ২১ আষাঢ় ১৪২৯

নতুন সময় ঘোষণা এসএসসি পরীক্ষার


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: জুন ২২, ২০২২, ০৮:৫৩ পিএম নতুন সময় ঘোষণা এসএসসি পরীক্ষার

এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময় ঘোষণা করা হয়েছে। এর আগে দেশে ভয়াবহ বন্যার কারণে স্থগিত করা হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা ঈদুল আজহার পর শুরু হবে।

আজ বুধবার (২২ জুন) উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

আবু বকর ছিদ্দীক বলেন, দেশে সার্বিক বন্যার কারণে ঈদের আগে পরীক্ষা নেয়া যাবে না। ঈদের পর পরীক্ষা নিতে হবে। এদিকে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যাবে।

প্রসঙ্গত, গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী ৬ জুলাই শেষ হতো এসএসসি পরীক্ষা। কিন্তু সিলেটসহ সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
 
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
 

Side banner