kalchitro
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ


কালচিত্র | কালচিত্র ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ১১:১৮ এএম ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফাইল ফটো

ক্যান্টিনে খাবারের টাকা না দেয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে কলেজের সাউথ ব্লক ও নর্থ ব্লকের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত এখন টিভি'র সাংবাদিক ফরহাদ বিন নুরসহ অন্তত দশজন আহত হয়েছে। এসময় দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ও হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার কলেজের প্রধান ক্যান্টিনে খাওয়ার খেয়ে টাকা না দেওয়া ও টাকা চাওয়ায় ক্যান্টিনের মালিককে ধরে এনে মারধর করে নর্থ ব্লকের শাহরিয়ার হাসান জিওন। এসময়ে সাউথ ব্লকের ছাত্রলীগের কর্মীরা এসে জিওনকে মেরে ক্যান্টিন মালিককে ছাড়িয়ে যায়।  

প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, সেসব ক্যান্টিনে নিয়মিত চাঁদা পাওয়া সাউথ ব্লকের নেতা মিঠুন শেখের কর্মীরা এসে জিওনকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এ থেকেই ঘটনার সূত্রপাত।  

এরই জের ধরে শনিবার রাত ৯টায় সাউথ ব্লকের ছাত্রলীগের কর্মী আল আমিনকে মারধর করে নর্থ ব্লকের ছাত্রলীগের কর্মীরা। এতে সাউথ ব্লকের নেতাকর্মীরা ঘটনাস্থলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরবর্তীতে দুই ব্লকের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলি, ককটেল ছোড়াছুড়ি হয়।

Side banner