kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজেও আছে পদ্মা সেতু


কালচিত্র | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০২২, ০৮:১৮ পিএম বাংলাদেশ-উইন্ডিজ সিরিজেও আছে পদ্মা সেতু

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অফিসিয়াল লোগোতে ঠাঁই পেয়েছে পদ্মা সেতু।

ক্রিকেট বলের ঠিক উপরেই থাকছে উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।

এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে। আসছে ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন হবে।

বিশ্ব দরবারে সেতুটির পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

১৬ জুন  (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে উইন্ডিজে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন।

Side banner