kalchitro
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

জাপানে ধরা জার্মানি


কালচিত্র | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ১০:৪১ এএম জাপানে ধরা জার্মানি

কাতার বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় অঘটনের জন্ম হল। গতফিন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। এবার এশিয়ার দেশ জাপান হারালো জার্মানিকে।

বুধবার (২৩ নভেম্বর) কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ২-১ গোলে জার্মানিকে হারিয়েছে জাপান।

এদিন প্রথমার্ধে জাপান মাঠে কেবল ডিফেন্স করতে করতে ব্যস্ত ছিল। প্রথমার্ধেই জার্মানি মোট ১৪টি আক্রমণ সংগঠিত করেছে। যার পাঁচটি আবার গোলমুখে রেখেছে জার্মানির ফুটবলাররা। এ ছাড়াও বল দখলেও জার্মানির ছিল একচ্ছত্র আধিপত্য। জার্মানির ৮১ শতাংশের বিপরীতে জাপান রাখতে পেরেছিল ১৯ শতাংশ মাত্র।

এর মধ্যে জার্মানি যে একটি গোল দিয়েছে সেটিও পেনাল্টির সৌজন্যে। ম্যাচের ৩৩ মিনিটে জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা জার্মানির জশুয়া কিমিখকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এলকায় গুন্ডোয়ান।

প্রথমার্ধের ইনজুরি সময়েও জাপানের জালে বল জড়ায় জার্মানির কাইল হাভার্জ। তবে দুর্ভাগ্যজনকভাবে অফসাইডের ফাঁদে গোলটি বাতিল হয়ে যায়।

তবে দ্বিতীয়ার্ধ নিজেদের করে নিয়েছে জাপান। জার্মানির জালে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে এগিয়ে গেছে জাপানিজরা। ম্যাচের ৭৫তম মিনিটে রিতসু দোয়ান এবং ৮৩তম মিনিটে তাকুমা আসানো জাপানের পক্ষে গোল দিয়েছেন।

Side banner